Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বেগমগঞ্জ থেকে জনসাধারণকে প্রদত্ত সেবাসমূহ

 

উপজেলা সদর ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে প্রদত্ত সেবাসমূহঃ

 

১/  পরিবার পরিকল্পনা সেবাসমূহঃ

১.১/   পুরম্নষ স্থায়ী পদ্ধতি (পদ্ধতি গ্রহীতাকে নগদ দুই হাজার টাকা ও             

          একটি লুঙ্গি দেওয়া হয়)।

১.২/   মহিলা স্থায়ী পদ্ধতি (পদ্ধতি গ্রহীতাকে নগদ দুই হাজার টাকা ও

          একটি শাড়ী দেওয়া হয়)।

১.৩/   দীর্ঘমেয়াদী পদ্ধতি (তিন বছর মেয়াদ) ইমপ্লান্ট (পদ্ধতি

          গ্রহীতাকে পদ্ধতি গ্রহণকালে নগদ একশত পঞ্চাশ টাকা ও   

          পরবর্তীতে সর্বোচ্চ তিনটি ফলোআপের ক্ষেত্রে

          প্রতিবার সত্তর টাকা প্রদান করা হয়।

১.৪/   দীর্ঘমেয়াদী পদ্ধতি (সাত বছর মেয়াদ) আইইউডি (পদ্ধতি 

          গ্রহীতাকে পদ্ধতি গ্রহণকালে নগদ একশত পঞ্চাশ টাকা ও

          পরবর্তীতে সর্বোচ্চ তিনটি ফলোআপের ক্ষেত্রে প্রতিবার আশি

           টাকা প্রদান করা হয়।

১.৫/   বিনামূল্যে স্বল্পমেয়াদী পদ্ধতি ইনজেকশন প্রদান করা হয়।

১.৬/   স্বল্পমেয়াদী পদ্ধতি কনডম প্রদান করা হয় (প্রতি ডজন ১.২০

          টাকা হিসাবে)।

১.৭/   বিনামূল্যে স্বল্পমেয়াদী পদ্ধতি খাবার বড়ি প্রদান করা হয়।

 

২/  মা ও শিশু স্বাস্থ্য সেবাঃ

            ২.১/  বিনামূল্যে মহিলাদের টিটি টিকা প্রদান করা হয়।

            ২.২/  বিনামূল্যে গর্ভবতী মহিলাদের চেকআপ করা হয়।

            ২.৩/  স্বাভাবিক প্রসব করানো হয়।

            ২.৪/  প্রসব পরবর্তী চেকআপ করা হয়।

            ২.৫/  শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।

 

৩/  সাধারণ রোগীর সেবাঃ সাধারণ রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা            

      হয় এবং সরবরাহ থাকা সাপেক্ষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

 

৪/ প্রয়োজনে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়।

 

 

 

বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে প্রদত্ত সেবাসমূহঃ

১.১/  পরিবার কল্যাণ সহকারীগণ বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে

        সক্ষম দম্পতিগণকে খাবার বড়ি, কনডম ও  ইনজেকশন বিতরণ 

        করে থাকেন।

১.২/  শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়ক কাউন্সেলিং করা হয়।

১.৩/ গর্ভবতীর পরিচর্যা করা হয়।

 

সিএসবিএ প্রদত্ত সেবাসমূহঃ

 

           ১.১/ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কমিউনিটি স্কিলড বার্থ এটেনডেন্টগণ

                  (সিএসবিএ) কর্তৃক বাড়িতে গর্ভবতী মায়েদের

                   নিরাপদ স্বাভাবিক প্রসব করানো হয়।

          ১.২/  গর্ভবতীর পরিচর্যা করা হয়।

          ১.৩/  প্রসব পরবর্তী পরিচর্যা করা হয়।